প্রশ্ন : চলচ্চিত্রের ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উন্নত ক্যামেরার মাধ্যমে সচল ছবি তোলার প্রক্রিয়ার উদ্ভাবন ঘটে এবং অগাস্ট ল্যুমিয়ের ও লুই ল্যুমিয়ের নামক দুই ভাইয়ের হাত ধরে প্যারিসে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে ( ১৮৯৫ খ্রিস্টাব্দ ) ।
প্রথমত , প্রথমদিকে কোনো ঘটনা বা গল্পকে কেন্দ্র করে তৈরি এই সচল ছবি ছিল নির্বাক , কিন্তু শেষ পর্যন্ত বিশ শতকের গোড়ায় আমেরিকা ও ইংল্যান্ডে সবাক ও সচল ছবি তৈরি হয় , যা চলচ্চিত্র নামে পরিচিত ।
দ্বিতীয়ত , চলচ্চিত্রের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিশেষভাবে জড়িত ছিলেন — ফিলিপ বি জারিল্লি , চার্লস রাসেল ডে , সত্যজিৎ রায় , ঋত্বিককুমার ঘটক , গিরিশ কারনাড , আদুর গোপালকৃষ্ণন প্রমুখ ।