উত্তর :- মানব প্রকৃতি সম্পর্কে দ্বৈতবাদের তাত্ত্বিক ও ব্যাবহারিক সমস্যাকে দূরে রাখার জন্য শিক্ষা – দার্শনিকগণ এক ধরনের একত্ববাদের কথা বলেন । বিপরীতধর্মী দেহ – মন নিয়ে মানব প্রকৃতি গঠিত— এ ধারণার পরিবর্তে তারা মানব প্রকৃতি হয় পুরোপুরিভাবে দেহ বা পুরোপুরিভাবে মন নিয়ে গঠিত — এই ধারণার একান্ত পক্ষপাতী । এইভাবে কোনো কেনো প্রকৃতিবাদী দার্শনিক মানসিক ক্রিয়াকলাপকে দৈহিক ক্রিয়াকলাপের রূপ দিতে চান ।