উপাদানগত তত্ত্ব ( Component Sub-Theory )

( ক ) উপাদানগত তত্ত্ব ( Component Sub – theory ) : এটি হল স্টনবার্গের তত্ত্বের মূল অংশ । তিনি বলেন , ব্যক্তির বৌদ্ধিক ক্রিয়ার তিন শ্রেণির উপাদান দেখা যায় ।

💠( i ) অধি উপাদান ( Meta Component ) :
এর কাজ হল অনেকটা পরিচালকের মতাে । এর মাধ্যমে আমাদের উচ্চতর বৌদ্ধিক প্রক্রিয়াগুলি যেমন— সমস্যা বিশ্লেষণ , কৌশল নির্ধারণ , সম্ভাব্য সমাধান তদারকিকরণ ইত্যাদি সম্পন্ন
হয় । এর ৪ টি উপ – উপাদান আছে ।

এগুলি হল—

( 1 ) সমস্যার অস্তিত্ব সম্পর্কে সচেতনতা ( Awarness of problem ) — এটি ব্যতীত বৌদ্ধিক প্রক্রিয়া জাগ্রত হবে না ।

( 2 ) সমস্যার স্বরূপবােধ ( Understanding the nature of problem ) সমস্যার প্রকৃতি এবং সমস্যাসমাধান যােগ্য কিনা এই বােধ জাগ্রত
হয় ।

( 3 ) প্রাথমিক উপাদান সম্পর্কে ধারণা ( Understanding the primary elements ) সমস্যাসমাধান করতে কোন্ কোন্ মানসিক উপাদানগুলি প্রয়ােজন সে সম্পর্কে যথাযথ ধারণা করা ।

( 4 ) সমস্যাসমাধানে উপাদানগুলির সমন্বয়সাধন করে সমাধানের বাস্তব উপায় নির্বাচন ( Integrating the elements and thereby selecting practical means to solve the problem ) ।

( 5 ) মানসিক প্রতিরূপের সাহায্যে তথ্যগুলিকে একত্রিত করা ( Collecting the informations by mental representation ) ।

( 6 ) মনােযােগকে যথাযথভাবে সঞ্চালিত করা ( Mobilising attention appropriately ) ।

( 7 ) কার্য সম্পাদনের বিভিন্ন স্তরের সঙ্গে সংগতি রেখে নিজের অবস্থান নিয়ন্ত্রণ করা ( Controlling one’s position in synchronisation with various stages of performance ) ।

( 8 ) কার্য সম্পাদনের যথার্থতা ও উৎকর্ষতা সম্পর্কে ফিডব্যাক বুঝতে পারা ( Understnding the feedback about adequency and merit of performance ) ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page