( ক ) উপাদানগত তত্ত্ব ( Component Sub – theory ) : এটি হল স্টনবার্গের তত্ত্বের মূল অংশ । তিনি বলেন , ব্যক্তির বৌদ্ধিক ক্রিয়ার তিন শ্রেণির উপাদান দেখা যায় ।
💠( i ) অধি উপাদান ( Meta Component ) :
এর কাজ হল অনেকটা পরিচালকের মতাে । এর মাধ্যমে আমাদের উচ্চতর বৌদ্ধিক প্রক্রিয়াগুলি যেমন— সমস্যা বিশ্লেষণ , কৌশল নির্ধারণ , সম্ভাব্য সমাধান তদারকিকরণ ইত্যাদি সম্পন্ন
হয় । এর ৪ টি উপ – উপাদান আছে ।
এগুলি হল—
( 1 ) সমস্যার অস্তিত্ব সম্পর্কে সচেতনতা ( Awarness of problem ) — এটি ব্যতীত বৌদ্ধিক প্রক্রিয়া জাগ্রত হবে না ।
( 2 ) সমস্যার স্বরূপবােধ ( Understanding the nature of problem ) সমস্যার প্রকৃতি এবং সমস্যাসমাধান যােগ্য কিনা এই বােধ জাগ্রত
হয় ।
( 3 ) প্রাথমিক উপাদান সম্পর্কে ধারণা ( Understanding the primary elements ) সমস্যাসমাধান করতে কোন্ কোন্ মানসিক উপাদানগুলি প্রয়ােজন সে সম্পর্কে যথাযথ ধারণা করা ।
( 4 ) সমস্যাসমাধানে উপাদানগুলির সমন্বয়সাধন করে সমাধানের বাস্তব উপায় নির্বাচন ( Integrating the elements and thereby selecting practical means to solve the problem ) ।
( 5 ) মানসিক প্রতিরূপের সাহায্যে তথ্যগুলিকে একত্রিত করা ( Collecting the informations by mental representation ) ।
( 6 ) মনােযােগকে যথাযথভাবে সঞ্চালিত করা ( Mobilising attention appropriately ) ।
( 7 ) কার্য সম্পাদনের বিভিন্ন স্তরের সঙ্গে সংগতি রেখে নিজের অবস্থান নিয়ন্ত্রণ করা ( Controlling one’s position in synchronisation with various stages of performance ) ।
( 8 ) কার্য সম্পাদনের যথার্থতা ও উৎকর্ষতা সম্পর্কে ফিডব্যাক বুঝতে পারা ( Understnding the feedback about adequency and merit of performance ) ।