প্রশ্ন : উনিশ শতকে ভারতে পারসি ও বাঙালিবাবুদের পোশাক কেমন ছিল ?
উত্তর : উনিশ শতকে ক্রমশ ভারতে পাশ্চাত্যরীতির পোশাক – পরিচ্ছদ জনপ্রিয় হয়ে ওঠে এবং এক্ষেত্রে প্রথমে পারসি ও পরে বাঙালি বাবুদের পোশাক – পরিচ্ছদে পরিবর্তন আসে । পারসিরা ঢোলা ফুল প্যান্ট ও কলারবিহীন লম্বা কোট পরত । আবার বাঙালিবাবুরা ধুতির ওপর কোট , মাথায় টুপি ও পায়ে বুট জুতো ব্যবহার করত ।