প্রশ্ন : ‘ইতিহাস তত্ত্ব’ কী ?
উত্তর : ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস বিষয়ে অনুসন্ধানের কলাকৌশল ইতিহাস তত্ত্ব নামে পরিচিত । ইতিহাস তত্ত্বের কয়েকটি দিক হল — গ্রিক ইতিহাস তত্ত্ব , রোমান ইতিহাস তত্ত্ব , খ্রিস্টান আধুনিক ইতিহাস তত্ত্ব । ইতিহাস তত্ত্ব , মধ্যযুগীয় ইতিহাস তত্ত্ব , রেনেসাঁ ইতিহাস তত্ত্ব ও ।