প্রশ্ন : ইতিহাস কী ?
উত্তর : মানবসমাজের অতীত কাহিনি ইতিহাস নামে পরিচিত , এর বিভিন্ন দিক হল—
প্রথমত , এর মূল বিষয় হল সময় , মানুষ ও সমাজ অর্থাৎ , মানুষ ও তার সমাজের ক্রম বিবর্তনের ধারাবাহিক বর্ণনাই হল ইতিহাস ।
দ্বিতীয়ত , অতীতের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক ও ধর্মীয় কাজকর্মও ইতিহাসের অন্তর্গত ।
তৃতীয়ত , গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও থুকিডিডিস যথাক্রমে ইতিহাসের জনক ’ ও ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক নামে পরিচিত ।