প্রশ্ন : ইতিহাসচর্চা কি সত্যিই নিখুঁত ও বাস্তবসম্মত ?
উত্তর : ইতিহাসচর্চা কতটা নিখুঁত ও বিজ্ঞানসম্মত সে বিষয়ে প্রশ্ন উঠছে । জার্মান লেখক উইলহেলম ডিলথে মনে করেন ঐতিহাসিক ও বৈজ্ঞানিককে এক সারিতে বসানো যায় না । বৈজ্ঞানিক অনুসন্ধান , পরীক্ষানিরীক্ষার ওপর নির্ভর করেন আর ঐতিহাসিক তাঁর নিজস্ব ধ্যানধারণার ওপর ভিত্তি করে ইতিহাস লেখেন । ব্রিটিশ লেখক আর . জি . কলিংউড ( ১৮৮৯-১৯৪৩ ) তাঁর বিখ্যাত The Idea of History গ্রন্থে দেখিয়েছেন সমস্ত ঐতিহাসিক তাঁর সমসাময়িককালের ভাবনাচিন্তা দ্বারা প্রভাবিত হন । ই . এইচ . কার অনুরূপভাবে মনে করেন ঐতিহাসিক তাঁর নিজের সময়ের আয়নায় অতীত ঘটনাকুমার বাছাই করেন ।