প্রশ্ন : ইতিহাসচর্চায় স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব কী ?
উত্তর : স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব হল—
প্রথমত , এই ইতিহাসের মাধ্যমে অনালোকিত বিশেষ বিশেষ স্থানের পারিবারিক ও লোকপরম্পরার ইতিহাস , শিল্প স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা সম্ভব হয় ।
দ্বিতীয়ত , স্থানীয় ইতিহাস যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস তাই এই ইতিহাসের পরিসর সীমিত । কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের ওপরেও প্রভাব ফেলে ।