উত্তর : 1840 খ্রিস্টাব্দ থেকে আমরা আধুনিককালের ইলেকট্রোমেকানিক্যাল যুগে প্রবেশ করি । এই সময় থেকেই শুরু হয় টেলিকমিউনিকেশন যুগ । 1800 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ আবিষ্কৃত হয় । 1835 খ্রিস্টাব্দে ম্যানুয়েল মোর্স মোর্স কোড ব্যবহার করেন । 1876 খ্রিস্টাব্দে আলেকজান্ডার গ্রাহাম বেল দূরভাষ ( Telephone ) আবিষ্কার করেন । যোগাযোগ রক্ষার ক্ষেত্রে দুরভাষ বা টেলিফোন খুবই জনপ্রিয় হয় । 1894 খ্রিস্টাব্দে মার্কনি রেডিয়ো আবিষ্কার করেন। এই সমস্ত আবিষ্কার যোগাযোগ প্রযুক্তি কে এগিয়ে নিয়ে যায় ।