উত্তর : সমাজে একশ্রেণির মানুষ আছেন , মানসিক দিক থেকে সম্পূর্ণ স্বাভাবিক , কিন্তু বিকলাঙ্গতার কারণে তাঁদের ক্ষমতার পূর্ণ সদব্যহার করতে পারেন না । এই বিকলাঙ্গতা বোঝানোর জন্য ইংরেজিতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় । যেমন— ‘Crippled’ , ‘Locmotor Handicap ‘ , ‘ Neuromuscular Disorder ‘ ইত্যাদি । যে সমস্ত ব্যক্তির অস্থি , পেশি সন্ধিস্থলে ত্রুটি থাকে , তাঁরাই এই শ্রেণিভুক্ত ।