উত্তর :- কোনো ভাষার প্রয়োগ না করেও যখন প্রেরক ও গ্রাহকের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় তখন তাকে অ – বাচনিক যোগাযোগ ( Non verbal Communication ) হিসাবে অভিহিত করা হয় । অ – বাচনিক যোগাযোগ মূলত শ্রবণজনিত প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় । সাধারণ শ্রেণিকক্ষেও শিক্ষক মহাশয়কে বাচনিক যোগাযোগের পাশাপাশি অ – বাচনিক উপায়েও যোগাযোগ স্থাপন করতে হয় ।