উত্তর » হাতির গায়ের চামড়া মোটা হয় । ফলে বাইরের তাপ সহজে এদের শরীরে প্রবেশ করতে পারে না । আবার হাতির কান আকারে খুব বড়ো হয় এবং কানের চামড়া পাতলা হয় । এর ফলে কান দুটিকে নাড়িয়ে কানের রক্তজালক দিয়ে প্রবাহিত গরম রক্তকে সহজেই ঠান্ডা করে । এই ঠান্ডা রক্ত শরীরে প্রবেশ করলে পুরো শরীর ঠান্ডা থাকে । এইভাবে গ্রীষ্মপ্রধান অঞ্চলে হাতি নিজেকে প্রচণ্ড গরম থেকে রক্ষা করে ।