উত্তর :- সর্বশিক্ষা অভিযান হল – 5-14 বছর বয়সি সমস্ত শিশুর অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ভিত্তিক একটি প্রকল্প ।
• কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিকল্পিত একটি প্রকল্প ।
• সর্বশিক্ষা অভিযান নিয়মতান্ত্রিক ( Formal ) শিক্ষাব্যবস্থার পাশাপাশি বিকল্প বা পরিপুরক শিক্ষাব্যবস্থার সুযোগ ।
• বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিতকরণের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার করা ।