প্রশ্ন : শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : মানুষ যখন কোনো শিল্প মাধ্যম , যথা— ( সংগীত , নৃত্য , নাটক ও চলচ্চিত্র ) -কে বেছে নিয়ে তার সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় তখন তা শিল্পচর্চা নামে পরিচিত । তাই—
প্রথমত , শিল্পচর্চার উদ্ভব , বিবর্তন ও প্রভাব সম্পর্কে আলোচনা করাই শিল্পচর্চার ইতিহাস নামে পরিচিত ।
দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন— ক্যারল ওয়েলস , ফিলিপ বি জারিল্লি , জ্যাকব বুর্খাহার্ট নীহাররঞ্জন রায় , অবনীন্দ্রনাথ ঠাকুর , ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অশোক মিত্র , হিতেশরঞ্জন সান্যাল , তপতী গুহঠাকুরতা ।