উত্তর : ‘ সংশ্লিষ্ট সরকার ‘ বলতে বোঝাবে—
(i) কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত , নিজস্ব মালিকানা অথবা নিয়ন্ত্রণে থাকা অথবা আইনসভা বিহীন কোনো ইউনিয়ন টেরিটরির প্রশাসনের অধীন এমন বিদ্যালয়ের ক্ষেত্রে , কেন্দ্রীয় সরকার ;
(ii) (i)-এ উল্লিখিত নয় এমন বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের অবস্থান যে রাজ্যে আছে সংশ্লিষ্ট সরকার বলতে সেই রাজ্যের সরকারকে বোঝাবে । আইনসভাযুক্ত ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত হলে সেইসব বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকার বলতে এই ইউনিয়ন টেরিটরির সরকারকে বোঝাবে ।