এই আইনের বিভিন্ন অধ্যায়ে যে বিষয়গুলি আছে তা নিম্নে উল্লেখিত হল—
অধ্যায় I : শ্রেণিভাগ এবং সংজ্ঞা ।
অধ্যায় II : অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ।
অধ্যায় III : প্রাসঙ্গিক সরকার , স্থানীয় কর্তৃপক্ষ এবং অভিভাবকের দায়িত্বাবলি ।
অধ্যায় IV : বিদ্যালয় এবং শিক্ষকদের দায়িত্ব ।
অধ্যায় V : পাঠক্রম এবং প্রারম্ভিক শিক্ষার সমাপ্তকরণ ।
অধ্যায় VI : শিক্ষার অধিকার রক্ষা করা ।
অধ্যায় VII : বিবিধ ।