উত্তর : শান্তি শিক্ষা হল দক্ষতার শিখন । এই শিক্ষার মূল উদ্দেশ্য দক্ষতাসম্পন্ন সমাজ গড়ার কারিগর তৈরি করা—যারা সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরি করবে ।
শান্তি শিক্ষা হল সামগ্রিক শিক্ষা । যা ব্যক্তির দৈহিক , প্রাক্ষোভিক , বৌদ্ধিক , সামাজিক নৈতিক মূল্যবোধ প্রভৃতি নিয়ে আলোচনা করে । ভালোবাসা , সহানুভূতি , সত্যতা , স্বচ্ছতা , সহযোগিতা , সুন্দর সমাজ ও সবুজ পৃথিবীর প্রতি সম্ভ্রমপূর্ণ ভালোবাসা এই দার্শনিক তত্ত্বের উপর শান্তি শিক্ষা প্রতিষ্ঠিত ।
বিশিষ্টশ শিক্ষাবিদ Dr. M Roy বলেছেন “যে শিক্ষা সামাজিক ন্যায়বিচার , মানব অধিকার , গণতন্ত্র , সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিবেশগত সচেতনতা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সেই শিক্ষায় হল শান্তির শিক্ষা ।”