উত্তর :- যোগাযোগ শব্দের অর্থ হচ্ছে একে অন্যের সঙ্গে তথ্য , অভিজ্ঞতা ভাববিনিময় করা । অনেকে যোগাযোগকে পারস্পরিক বোঝাপড়া বলে মনে করে থাকে ।Communication বা যোগাযোগ কথাটি এসেছে গ্রিক ভাষার ‘ COMMUNIS ‘ শব্দ থেকে যার অর্থ হল সাধারণ । তাই যোগাযোগের মাধ্যমে মানুষে মানুষে ধারণা , রীতিনীতি ও তত্ত্বের আদানপ্রদান করে সহমত বা অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয় ।