“⭐️ বংশধারা সম্পর্কে মেন্ডেলের নীতি ( Mendel’s Law about Heredity ): অস্ট্রীয়বাসী ধর্মযাজক গ্রেগর মেন্ডেল বংশধারা সম্পর্কে পরীক্ষানিরীক্ষা করে কতকগুলি মূল্যবান সিদ্ধান্তে উপনীত হন
🔷 মেন্ডেল কিছু কোঁচকানাে ও গােলাকার মটর বীজের সংকর প্রজনন ঘটান এবং দেখেন , যে নতুন বীজগুলি দেখা দিয়েছে তার মধ্যে শতকরা 25 ভাগ কোচকানাে এবং শতরা 75 ভাগ গােলাকার ।
🔷 এই কোচকানাে মটরদানাকে তিনি বলেন সুপ্ত গুণ ( Recessive trait ) আর গােলাকার দানাকে তিনি বলেন মুক্ত গুণ ( Dominant trait ) ।
🔷 পরবর্তী পর্যায়ে তিনি যখন কোচকানাে ও গােলাকার মটরদানার মধ্যে সংকর প্রজনন ঘটান তখন দেখা যায় যে শতকরা 25 ভাগ বিশুদ্ধ গােলাকার মটরদানা , শতকরা 25 ভাগ বিশুদ্ধ কোঁচকানাে মটরদানা এবং অবশিষ্ট শতকরা 50 ভাগ কোচকানাে ও গােলাকার মটরদানার সংমিশ্রণ হয়েছে ।
⭐️ তৃতীয় পর্যায়ে বিশুদ্ধ গােলাকার মটরদানা থেকে বিশুদ্ধ গােলাকার মটরদানা হয়েছে এবং বিশুদ্ধ কোঁচকানাে মটরদানা থেকে বিশুদ্ধ কোঁচকানো মটরদানা হয়েছে ।
🔷 কিন্তু পূর্বের শতকরা ৫০ ভাগ গােলাকার ও কোঁচকানো মটরদানার সংমিশ্রণ থেকে শতকরা 25 ভাগ বিশুদ্ধ গােলাকার মটরদানা , শতকরা 25 ভাগ বিশুদ্ধ কোঁচকানো মটরদানা এবং শতকরা 50 ভাগ গােলাকার ও কোঁচকানো মটরদানার সংমিশ্রণ হয়েছে ।
এই মিশ্রণ পরবর্তী পর্যায়ে একই নিয়মে চলে ।”