প্রশ্ন : ভারতীয় চলচ্চিত্রের প্রাথমিক ইতিহাস কীভাবে চিহ্নিত করবে ?
উত্তর : ঔপনিবেশিক শাসনপর্বে ভারতে ১৮৯৬ খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র সখারাম ভাতওয়াডেকর ‘ দ্য রেস্টলারস ‘ নামক একটি সচল ও নির্বাক ছবি নির্মাণ করেন । পরবর্তীকালে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে তৈরি করেন ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ নামক চলচ্চিত্র ( ১৯১৩ খ্রি . ) । তবে ‘ আলম আরা ’ চলচ্চিত্রটি ছিল ( ১৯৩১ খ্রি . ) ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র । ভারতে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন এবং এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ।’