উত্তর :- ব্যালার্ড ( Ballard ) – এর মতে , পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান , যার থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে ( Family is the original social institution from which all other institutions developed . ) । মানবসমাজে এটি হল প্রাচীনতম শিক্ষালয় । অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না । পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে শিশু গভীর স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে ।