উত্তর :-1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রবীন্দ্রনাথের শিক্ষা – ভাবনার চূড়ান্ত রূপ । তিনি মনে করতেন , নিজেকে বিশ্ব মানবতার সঙ্গে একীভূত করাই হল শিক্ষার লক্ষ্য । একে বাস্তবায়িত করার লক্ষ্যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন । প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার সমন্বয়ে গড়ে উঠবে বিশ্বভারতী । পশ্চিমের বিজ্ঞান শিক্ষা আর পূর্বের আধ্যত্মিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা বিশ্বভারতীতে পূর্ব আর পশ্চিমের মিলন ঘটবে । রবীন্দ্রনাথের কথায়—
“ পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ”
—বিশ্বভারতীতে এই উপলব্ধির পূর্ণতা ঘটবে ।