উত্তরঃ- সমাজ দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠক্রম অনুসারে শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় , তাই প্রথাবদ্ধ বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা ।
শিক্ষাবিদ পি ডি শুক্লা ( PD Sukla ) – র মতে প্রথাগত শিক্ষা হল এমন এক গতানুগতিক শিক্ষাপদ্ধতি যাতে পূর্বনির্ধারিত নির্দিষ্ট পাঠক্রম অনুসরণের দ্বারা ছাত্র বা শিক্ষক শ্রেণিকক্ষে নিয়মিত পরস্পরের মুখোমুখি হয় । শিক্ষাবিদ জে পি নায়েক ( JP Naik ) – এর মতে , সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাকে প্রথাগত শিক্ষা বলা যেতে পারে ।