প্রশ্ন : প্রচলিত ইতিহাসচর্চা কী ?
উত্তর : প্রচলিত ইতিহাস বলতে বোঝায়—
প্রথমত , রাজার যুদ্ধজয় , দেশশাসন , রাজস্ব আদায় ও সাংবিধানিক কাজকর্মের ইতিহাসই ছিল প্রচলিত ইতিহাসচর্চার মূল বিষয় ।
দ্বিতীয়ত , বিশ শতকের গোড়া থেকে এই ধরনের ইতিহাসচর্চায় সমাজ ও অর্থনীতির অন্য বিষয়গুলিও যুক্ত হতে শুরু করে ।
তৃতীয়ত , এই ধরনের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা হলেন লর্ড মেকলে , টমাস কার্লাইল প্রমুখ ।
Nice Answer