“⭐️ ব্যক্তিজীবনে বংশধারা ও পরিবেশের প্রভাব(Influence of Heredity and Environment on Individual ):
ব্যক্তিজীবনে বংশধারা ও পরিবেশের প্রভাব সম্পর্কে বিতর্ক বহুদিনের । এই প্রশ্নে বিজ্ঞানীদের দুটি পৃথক দলে বিভক্ত করা যায় ।
🔷 বংশধারাবাদী : যাঁরা মনে করেন ব্যক্তিজীবনে বংশধারার প্রভাবই প্রধান , পরিবেশের কোনাে ভূমিকা নেই , আর যদিও বা থাকে তা যৎকিঞ্চিৎ , তাদের বলা হয় বংশধারা বাদী( Hereditarian ) ।
🔷 পরিবেশবাদী ( পাকা Environmentalist): অপর দলের মতে , পরিবেশের প্রভাবই প্রধান।বংশধারার কোনাে প্রভাবই নেই । সামান্য কিছু থাকলেও তা পরিবেশ দ্বারা প্রভাবিত । এদের বলা হয় পরিবেশবাদী ( Environmentalist ) ।
🔷 উভয় দলই তাদের বক্তব্যের সমর্থনে বিভিন্ন সমীক্ষার কথা উল্লেখ করেন ।
“