“⏹ দৈহিক বিকাশ : উত্তর-বাল্যকাল বা পরবর্তী বাল্যকাল (6 বৎসর থেকে 11 বৎসর)
💡জীবন বিকাশের এই স্তরটি অনন্য স্তর বলে বিবেচিত হয়। আকারে ও ওজনে মস্তিষ্ক প্রাপ্তবয়স্কের মতো হয়। সবচেয়ে ভালো স্বাস্থ্য এই বয়সেই দেখা যায়।
💡কার্যাবলির বৈচিত্র্য ও পরিমাণ পূর্বের থেকে অনেক বেশি, এমনকি পরবর্তী স্তরেও এত দেখা যায় না।
💡এই বয়সেই সহ্যশক্তি এবং সজীবতা বৃদ্ধি পায়। সহজেই ক্লান্ত হয় না।
💡এই বয়সেই বালক-বালিকাদের পরিবারের বাইরে একটা জীবন তৈরি হয় এবং স্বাভাবিক আগ্রহ বয়স্কদের প্রভাবমুক্ত হতে চায়।
💡উত্তর-বাল্যকালে বা পরবর্তী বাল্যকালে (6-11 year) দৈর্ঘ্য ও ওজন বৃদ্ধি ধীরে ধীরে হয়।
💡বালিকারা দৈহিক বিকাশে দুই বছর এগিয়ে থাকে।
💡শৈশবের দাঁত ভেঙে যায়। স্থায়ী দাঁত তৈরি হয়। মুখমন্ডলের পরিবর্তন ঘটে।
💡কপাল চওড়া হয়। নাক তীক্ষ্ণ হয়। মুখ বিস্তৃত হয় এবং খেলার মাধ্যমে চলন দক্ষতার বিকাশ ঘটে।
“