প্রশ্ন : দ্য সেকেন্ড সেক্স ‘ গ্রন্থটির রচয়িতা কে ? গ্রন্থটির আলোচ্য বিষয় কী ?
উত্তর ‘ দ্য সেকেন্ড সেক্স ‘ গ্রন্থটির রচয়িতা হলেন সিমোন দ্য বোভোয়ার । এই গ্রন্থটির আলোচ্য বিষয় হল—
প্রথমত , পিতৃতান্ত্রিক সভ্যতায় নারীর বঞ্চনা ও অধিকারহীন অবস্থানের ব্যাখ্যা করা হয়েছে ;
দ্বিতীয়ত , পুরুষ কখনও নারীকে মানুষ হয়ে উঠতে দেয়নি , তাই নারী যতদিন নারী হয়ে থাকবে ততদিন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে না ; হয়ে ওঠে ।
তৃতীয়ত , তিনি বলেছেন , ‘ কেউ নারী হয়ে জন্ম নেয় না , বরং হয়ে ওঠে ।