উত্তর : লাতিন শব্দ ‘ন্যাসিও ’(Natio) থেকে ‘নেশন’(Nation) শব্দটি উদ্ভূত । যার বাংলা প্রতিশব্দ হল জাতি । জাতির সর্বসম্মত সংজ্ঞা দেওয়া যায় না । দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ ‘জাতির’ সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন এবং জাতিকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন । হেজের ( Hager )- এর মতে — একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে এবং সার্বভৌম ক্ষমতা অর্জনের মাধ্যমে জাজিতে পরিণত হয় ।
লর্ড ব্রাইস ( Lord Brice ) বলেন — রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকার মুক্ত একটি নির্দিষ্ট জনসমাজকে জাতি বলে ।