উত্তর:- জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে গণমাধ্যম বলে । শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি হল —
( 1 ) সংবাদপত্র ,
( 2 ) বেতার ,
( 3 ) দুরদর্শন ,
( 4 ) চলচ্চিত্র ইত্যাদি গণমাধ্যম যে – কোনো দেশের মানুষে – মানুষে , গোষ্ঠীতে গোষ্ঠীতে বিবাদ মিটিয়ে পরস্পরকে আরও নিবিড় সম্পর্কে আবদ্ধ করে । তাদের মধ্যে গভীর সংযোগ ও সম্প্রীতি আনে । সেই দিক থেকে গণমাধ্যম হল যে – কোনো রাষ্ট্রের প্রাণস্বরূপ ।