উত্তর : ডেমোক্রেসি (গণতন্ত্র) শব্দটির দুটি গ্রিক শব্দের সমম্বয় । ‘Demos’ যার অর্থ হল জনসাধারণ এবং ‘Kartes’ যার অর্থ হল ক্ষমতা অর্থাৎ ডেমোক্রেসি’ বা গণতন্ত্র হল ‘জনগণের ক্ষমতা’ । গণতন্ত্র সম্পর্কে আধুনিক ধারণা সর্বপ্রথম পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বক্তব্য থেকে— গণতন্ত্রের ক্ষমতার অধিকারী হলো জনগণ যেখানে জাতি , বর্ণ এবং লিঙ্গের কোনো ভেদ নেই ।