প্রশ্ন : ইংল্যান্ডে ক্রিকেট খেলার উদ্ভবকে কীভাবে চিহ্নিত করবে ?
উত্তর : আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ইংল্যান্ডে ‘ স্টিক অ্যান্ড বল ’ নামক খেলা থেকেই ক্রিকেট খেলার উদ্ভব ঘটেছে ।
প্রথমত , প্রাক্ – শিল্পবিপ্লব পর্বের এই খেলায় হাতে তৈরি কাঠের ব্যাট ও স্ট্যাম্প বেল , বল ব্যবহার করা হত এবং আঠারো শতকে এই খেলা একটি পরিণত খেলার চরিত্র লাভ করে ।
দ্বিতীয়ত , ১৭৪৪ খ্রিস্টাব্দে প্রথম ক্রিকেটের নিয়মবিধি রচিত হয় । ১৭৬০ – এর দশকে ইংল্যান্ডের হাম্বেলডন – এ প্রথম ক্রিকেট ক্লাব গঠিত হয় এবং ১৭৮০ – র দশকে শুরু হল ‘ ক্রিকেটের অভিভাবক ’ রূপে পরিচিত মেলবোর্ন ক্রিকেট ক্লাব ( MCC ) ।