প্রশ্ন : আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করো ।
উত্তর : আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হল— যুক্তিবাদী , আপেক্ষিকতাবাদী , দৃষ্টবাদী , মার্কসবাদী , প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি । এ ছাড়াও রয়েছে অ্যানাল গোষ্ঠীর মতবাদ , জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি , নিম্নবর্গীয় ( সাবল্টার্ন ) মতবাদ এবং সামগ্রিক সমাজ বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি ।