উত্তর : অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ভিত্তিতেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শনকে ব্যাখ্যা করা যায় । যেমন—
(ক) সকলকেই শারীরিক , সামাজিক , আর্থিক , জাতিগত পরিস্থিতি নির্বিশেষে শিক্ষার সুযোগ করে দিতে হবে ।
(খ) শিক্ষার সমন্বযোগ দেওয়ার ব্যবস্থাটিকে নমনীয় ও চাহিদাভিত্তিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে হবে ।
(গ) মনে রাখতে হবে ব্যতিক্রমী , বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও প্রথমে শিশু , তারপর এরা কোনো কারণে ব্যতিক্রমী ।
(ঘ) ব্যতিক্রমী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে ও ব্যক্তিত্বের সুষম বিকাশ ঘটাতে হবে ।