“⏹ সামাজিক বিকাশ : প্রথম বাল্যকাল
(2 বৎসর থেকে 6 বৎসর)
এই বয়সে সামাজিক বিকাশ নিম্নরূপ –
1) শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে। তারা নিজেরাই পরিবেশকে জানতে চায়।
2) গৃহের বাইরের সমাজ পরিবেশের ব্যাক্তি ঘটে।
3) লিঙ্গমত পার্থক্যের প্রতি গুরুত্ব আরোপ না করে বালক ও বালিকারা এক সঙ্গে খেলা করে ।শারীরিক শক্তি প্রয়োজন হয় এমন দলগত খেলা যেমন লুকোচুরি খেলায় সক্রিয় অংশগ্রহণ করে।
4) একে অপরের সঙ্গে সহযোগিতা করতে শেখে এবং যৌথ স্বার্থে বন্ধুত্ব গড়ে ওঠে।
5) জীবজন্তু এবং পরীর গল্পের প্রতি কৌতূহল দেখা যায়।
6) তিন থেকে ছয় বছরের মধ্যে ঋণাত্মক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। সমাজ পরিস্থিতির জন্যই এটি দেখা যায়। বলা হয়, যে শিশু যত বেশি বয়স্কদের কাছ থেকে বাধা পাবে তার আচরনে তত ঋণাত্মক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “