সত্যেন্দ্রনাথ দত্ত

✳️ সত্যেন্দ্রনাথ দত্ত ✳️

🔵 বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যেন্দ্রনাথ দত্ত পরিচিত প্রকৃতিপ্রেমিক কবি হিসেবে। তিনি ছন্দের জাদুকর হিসেবেও পরিচিত। ১৯০০ খ্রিঃ সুরেশচন্দ্র সমাজপতির ‘সাহিত্য’ পত্রিকাকে কেন্দ্র করে বাংলা কাব্য সাহিত্যে তার আবির্ভাব। জেনে নেওয়া যাক কবির সম্পর্কে কিছু তথ্য।

✅ ছদ্মনাম- নবকুমার কবিরত্ন।
✅ উপাধি- ছন্দের যাদুকর।
✅ জন্ম- ১১ই ফেব্রুয়ারী, ১৮৮২।
✅ মৃত্যু- ২৫ জুন, ১৯২২।
✅ জন্মস্থান- ২৪পরগনার নিমতা মামার বাড়িতে।
✅ পিতা- রজনীকান্ত দত্ত।
✅ মাতা- মহামায়া দেবী।

🔵 শিক্ষাজীবন :
কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করে স্কটিশ চার্চ স্কুল থেকে এফ.এ পাশ করেন। কিন্তু বি.এ পাশ করতে পারেননি।

🔵 উল্লেখযোগ্য গ্রন্থ :

🔷 কাব্যঃ-
১. সবিতা- ১৯০০ ৭. তুলির লিখন- ১৯১৪
২. সন্ধিক্ষণ- ১৯০৫ ৮. অভ্র আবীর- ১৯১৬
৩. বেনু ও বীনা- ১৯০৬ ৯. হসন্তিকা- ১৯১৭
৪. হোমশিখা- ১৯০৭ ১০. বেলা শেষের গান- ১৯২৩
৫. ফুলের ফসল- ১৯১১ ১১. বিদায় আরতী- ১৯২৪
৬. কুহু ও কেকা- ১৯১২

🔷 অনুবাদ কাব্যঃ-
১. তীর্থ সলিল- ১৯০৮
২. তীর্থ রেনু- ১৯১০
৩. মনি মঞ্জুষা- ১৯১৬

🔷 উপন্যাসঃ-
১. জনম দুঃখী- ১৯১২
২. ডঙ্কা নিশান-(ঐতিহাসিক উপন্যাস, ১৩০০ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত)

🔷 নাটকঃ-
১. রঙ্গমল্লী- ১৯১৩
২. ধূপের ধোঁয়া- ১৯২৩

🔷 প্রবন্ধ গ্রন্থঃ-
১. চীনের ধূপ- ১৯১২
২. ছন্দ সরস্বতী- ১৯১৮

🔵 সাহিত্যিক বৈশিষ্ট্যঃ- সাহিত্য ভারতী, প্রবাসী প্রভৃতি সে কালের বিখ্যাত পত্রিকা গুলিতে তাঁর রচনা প্রকাশিত হত। ক্রমে বাংলা সাহিত্যের বৃহত্তর পাঠক মহলে তিনি কবি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তাঁর কবি বৈশিষ্ট্য-
১. ইতিহাসের প্রতি দায়বদ্ধতা;
২. তিনি সৌন্দর্য রসিক, প্রেমিক কবি;
৩. গীতি কবির আবেগ;
৪. বস্তুগ্রাহ্যতা;
৫. মানব প্রেম;
৬. স্বদেশ প্রেম।

🔵 রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথের কাব্য ছন্দে বিস্মিত হয়ে তাঁকে ছন্দের যাদুকর আখ্যায় ভূষিত করেছেন।

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page