বিশেষণ পদ :- যে পদ নামপদ বা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।যেমন —শীতল জল।গরম দুধ।দুঃসহ গরম।এখানে- শীতল, গরম,ষ দুঃসহ এই পদগুলি বিশেষণ।
প্রকৃতি অনুসারে বিশেষণ পদের প্রকারভেদ :- প্রকৃতি অনুসারে বিশেষণ পদ সাতটি। যথা —
1.বিশেষ্যের বিশেষণ, 2. সর্বনামের বিশেষণ, 3. বিশেষণের বিশেষণ, 4. সংখ্যা বিশেষন, 5. পূরণবাচক বিশেষণ, 6. সম্বন্ধ বিশেষণ ও 7. ক্রিয়া বিশেষণ।