বিরসা মুন্ডা মিউজিয়ামে কী ধরনের জিনিসপত্র রয়েছে ?
উত্তর : বিরসা মুন্ডা মিউজিয়ামে ঝাড়খণ্ড অঞ্চলের প্রাচীনকালের মানুষদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে । রয়েছে মাছ ধরার জাল আর যন্ত্রপাতি , নানা ধরনের ছুরি , কাটারি আর কাস্তে । আদিবাসী মেয়েদের গয়নাগাটি , পােশাক , বাসনপত্র ইত্যাদিও রয়েছে সেখানে ।