“■ যুক্তবর্ণের উচ্চারণ : ২
১১। ট্র = ট্ + র – নাম ট য়ে র ফলা ।
যেমন — উষ্ট্র , রাষ্ট্র , ট্রেন ।
১২। ত্ত = ত্ + ত – নাম ত য়ে ত ।
যেমন — চিত্ত , বিত্ত , মত্ত ।
১৩। ক্ত = ক্ + ত – নাম ক য়ে ত ।
যেমন — যুক্ত , রক্ত , শক্ত ।
১৪। ত্ন = ত্ + ন – নাম ত য়ে দন্ত্য ন ।
যেমন — যত্ন , রত্ন , প্রত্ন ।
১৫। ত্ম = ত্ + ম – নাম ত য়ে ম ।
যেমন — আত্মা , মারাত্মক ।
** লক্ষণীয় ‘ ত ‘ – এর সঙ্গে মূর্ধন্য – ণ মিলে কোনাে যুক্তাক্ষর তৈরি হয় না ।
১৬। ত্র = ত্ + র – নাম ত য়ে র ফলা ।
যেমন — তত্র , পাত্র , মিত্র ।
১৭। ত্রু = ত্ + র্ + উ – নাম ত য়ে র ফলা হ্রস্ব উ – কার ।
যেমন— শত্রু, ত্রুটি ।
১৮। ক্র = ক্ + র – নাম ক য়ে র ফলা ।
যেমন — চক্র , বক্র , ক্রয় ।
১৯। হু = হ্ + উ – হ য়ে হ্রস্ব উ – কার ।
যেমন — বহু , হুংকার ।
২০। ত্থ = ত্ + থ = নাম ত য়ে থ ।
যেমন — উত্থান , অশ্বত্থ ।