ফোসকা কীভাবে পড়ে ?
উত্তর : দেহের কোনাে অংশ পুড়ে গেলে গরমে চামড়ার ওপরের স্তরটা মরে যায় । তখন নীচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে । দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় । তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফোসকা পড়ে । পােড়া জায়গায় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিলে নীচের স্তরটা গরম হতে পারে না , তখন ফোসকা নাও পড়তে পারে ।