( 2 ) প্রথাগত পর্যায় ( Conventional stage ) 10 বৎসর থেকে 13 বৎসর : এই বয়সে বালক ব্যক্তি ও সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে । তারা শুধু সমাজের নিয়ম – নীতি মেনে চলে তাই নয় , সমাজ – নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে ।
🔷 এই পর্যায়েরও দুটি স্তর আছে ।
তৃতীয় স্তর : এই বয়সের বালকেরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে ।
⭐️ যেমন— “ ভালাে ছেলে ’ , ‘ ভালাে মেয়ে ’ ইত্যাদি শুনতে এরা চায় । আমরা তার আচরণ সম্পর্কে কী মনে করছি তার দ্বারা বালক নিজের আচরণ বিচার করে ।
চতুর্থ স্তর : এই স্তরে নিয়মনীতি প্রাধান্য পায় ।
🔷 আইন , সমাজ , ধর্ম , নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রিত করে । এই স্তরের বালকেরা আইনসংগত , সমাজ – সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে ।”