“⭐️ পরিবেশ( Emvironment ) :
সাধারণ অর্থে পরিবেশ হল আমাদের চারপাশে যা আছে তাই l
🔷 কিন্তু মনােবিজ্ঞানে পরিবেশ বলতে শুধু চারপাশে তার অস্তিত্ব থাকলেই চলবে না , ব্যক্তির সঙ্গে তার মিথস্ক্রিয়া এবং ব্যক্তির আচরণে তার প্রতিফলন থাকা প্রয়ােজন ।
⭐️ এই পরিবেশ দু-রকমের_প্রাকৃতিক ও সামাজিক l
🔷 প্রাকৃতিক পরিবেশ:প্রাকৃতিক পরিবেশ বলতে বােঝায় আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন উপাদান এবং শক্তি যা ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে ।
🔷 প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য ব্যাক্তির দৈহিক গড়ন ও গায়ের বর্ণ , পরিশ্রম করার ক্ষমতা এবং বৃহত্তর অর্থে জীবনযাত্রার পার্থক্য লক্ষ করা যায় ।
🔷 সামাজিক পরিবেশ:সামাজিক পরিবেশ বলতে বােঝায় মানবসমাজ ও মানুষের মত ঐতিহ্য ।
⭐️ অতীত ঐতিহ্য হল যা ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে , যেমন — জাতি , শিল্পকলা , ধর্ম , সংস্কৃতি , সংস্কার , রীতিনীতি ইত্যাদি ।
🔷 পরিবেশের সঙ্গে অভিযােজনের মাধ্যমে স্বস্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে । এই অভিযােজনের জন্য ব্যক্তি কোনাে কোনাে সময় নিজেকে পরিবেশকে পরিবর্তন করে, আবার কোনো কোনো সময় পরিবেশকে পরিবর্তন করে l
“