দার্জিলিং পর্যটনকেন্দ্র হওয়ায় সেখানকার মানুষদের জীবিকার ক্ষেত্রে কী সুবিধা হয়েছে ?
উত্তর : দার্জিলিং পর্যটনকেন্দ্র হওয়ায় সেখানকার স্থানীয় মানুষরা পর্যটকদের খাবার , শীতের পােশাক , হাতে তৈরি জিনিস ইত্যাদি বিক্রি করতে পারেন । এ ছাড়া , পর্যটকদের নানা জায়গায় ঘােরানাের এবং হােটেলে থাকার ব্যবস্থা করেও তারা অর্থ উপার্জন করতে পারেন ৷