টর্নেডো কি ?
➡️ ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে প্রসারিত ফানেল বা হাতির শুরে আকৃতির মেঘ থেকে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় কে টর্নেডো বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনা ও মেক্সিকো উপকূলে অধিক দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো কে টুইস্টার বলা হয়।