■ জোয়ারভাটা শক্তি :
চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সমুদ্রে যে জোয়ারভাটা সৃষ্টি হয় তার ফলে উৎপন্ন জলের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে তড়িৎশক্তি উৎপন্ন করা হয় ।
■ ভূতাপশক্তি : পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত শিলা খুব উত্তপ্ত থাকায় , মাটির নীচে থাকা জল উত্তপ্ত হয়ে স্টিমে পরিণত হয়ে উচ্চচাপে বেরিয়ে এসে টারবাইন ঘুরিয়ে তড়িৎশক্তি উৎপন্ন করে ।