( ii ) বিষয়বস্তু মাত্রা ( Content Dimension ) ঃ বৌদ্ধিক বা জ্ঞানমূলক তথ্যকে বিষয়বস্তুর ভিত্তিতে গিলফোর্ড 4 ভাগে বিভক্ত করেছেন ।
⭐️ যথা—
( ক ) চিত্রগত বা মূর্ত বিষয়বস্তু ( Figural Content ) : ইন্দ্রিয়ের দ্বারা অনুধাবন করা যায় এমন মূর্ত বস্তু । এখানে বস্তু ছাড়া অন্য কিছুকে বােঝায় না । যেমন — দৃশ্যগ্রাহ্য বস্তুর আকার , আকৃতি , রং ইত্যাদি । অর্থাৎ যা আমরা দর্শন , শ্রবণ করি তা এর অন্তর্ভুক্ত ।
( খ ) প্রতীকরূপী বিষয়বস্তু ( Symbolic Content ) : এটি হল অক্ষর , সংখ্যা এবং অন্যান্য প্রথাগত সংকেত যা বিন্যস্ত থাকে ।
যেমন–বর্ণমালা ( Alphabet ) , সংখ্যা শ্রেণি ( Number series ) আঙ্কিক চিহ্ন ( + , – , x , ÷ ) ইত্যাদি ।
( গ ) বিমূর্ত বিষয়বস্তু ( Sententic Content ) : এটা হল ভাষাগত বা ভাবগত অর্থ ।
⭐️ যেমন — প্রবাদ ( ভাগের মা গঙ্গা পায় না , অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইত্যাদি ) l
( ঘ ) আচরণমূলক বিষয়বস্তু ( Beltavioural Content ) : এটি হল সামাজিক আচরণ , যার সাহায্যে নিজেদের ও অন্যান্যদের বােঝবার এবং মেলামেশার ক্ষমতাকে বােঝায় ।