⏹ পরিবেশের সুস্থিতির জন্য কোন কোন বিষয়ে সচেতনতা দরকার ?
পরিবেশের সুস্থিতির জন্য যে প্রধান বিষয়গুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেগুলি হল —
( 1 ) মানুষের জীবনযাত্রার ধরন আধুনিক হওয়া দরকার , কিন্তু বেহিসেবি নয় । তাই সম্পদের উৎপাদন উৎপাদন ও উপভােগের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক । উৎপাদন প্রক্রিয়া এবং উপভােক্তার ভােগের ধরন যেন পরিবেশগত কাজকর্মকে ব্যাহত না করে ।
( 2 ) মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবেশকেন্দ্রিক , পরিবেশবান্ধব প্রণালী অনুসরণ করা দরকার । যেমন সৌরশক্তির ব্যবহার ।
( 3 ) জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি । এর ফলে জমি , জল ও অন্যান্য সম্পদের ওপর মানুষের ক্রমবর্ধমান চাপ কমবে ।
( 4 ) প্রতিবেশী , বন্ধুবান্ধব , পরিবার , পােষ্যজীব ও গাছপালা সম্পর্কে আরও সচেতন হওয়া ; কর্তব্যনিষ্ঠ হওয়ার প্রয়ােজন আছে ।