কোথায় এবং কখন মেরুজ্যোতি দেখা যায় ?
➡️ পৃথিবীর উভয় মেরুতে যখন একটানা ছয় মাস রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মতো একরকম অস্পষ্ট আলো প্রভাব দেখা যায় একে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। আয়োনোস্ফিয়ার রঞ্জন রশ্মি অতিবেগুনি রশ্মির সংঘাতের ফলে তড়িতাহত অণুর সৃষ্টি হয়, 23 শে সেপ্টেম্বর থেকে 21 শে মার্চ পর্যন্ত সময়ে উত্তর মেরুতে সুমেরু প্রভা সৃষ্টি হয় 21 শে মার্চ থেকেই 23 শে সেপ্টেম্বর সময়ে দক্ষিণ মেরুতে কুমেরু মেরুপ্রভা সৃষ্টি হয়।