ইতিহাসচর্চায় ‘অ্যানাল স্কুল’ বলতে কী বোঝায় ?

প্রশ্ন : ইতিহাসচর্চায় ‘অ্যানাল স্কুল’ বলতে কী বোঝায় ?

উত্তর : বিশ শতকে ফ্রান্সে ঐতিহাসিক মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ‘ দ্য অ্যানালস ’ ( ১৯২৯ খ্রিঃ ) পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাসচর্চায় যে নতুন ঘরানার সূচনা করেন তা হল ‘ অ্যানাল স্কুল ‘ ।

এই ধরনের ইতিহাসচর্চায় — প্রথমত , সামাজিক ইতিহাসসহ সার্বিক ইতিহাস রচনার ওপর গুরুত্ব আরোপ করা হয় ; দ্বিতীয়ত ভৌগোলিক কাঠামো , আর্থসামাজিক পটভূমি , জনসংখ্যাতত্ত্ব , মানসিক প্রবণতার ওপর গুরুত্ব দান করে ইতিহাস রচনার কাজ শুরু করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page